আজ ফাইয়ানের পঞ্চম জন্মদিন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১১, ১০:৩০ অপরাহ্ন /
আজ ফাইয়ানের পঞ্চম জন্মদিন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১১,মে,২০১৪

আজ ফাইয়ানের পঞ্চম জন্মদিন

বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত শাহজাহান চঞ্চল সাহেবের একমাত্র নাতী এবং এস এম পলাশ চঞ্চল ও হাফছা ভূইয়া ফ্লোরা দম্পতির একমাত্র সন্তান ফাইয়াজ আল-ফাইয়ানের পঞ্চম জন্মদিন আজ।
ফাইয়ান বাংলাদেশী বংশদূত ইতালিয়ান নাগরিক।
ফাইয়ান ২০১৯ সালের ১১ই মে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা এক মিনিটে ইতালির রোমে একটি হসপিটালে জন্মগ্রহণ করেন।
ফাইয়ানের জন্মদিনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেছেন দাদি সেলিনা আক্তার ও বাবা মা চাচা চাচি নানা-নানী সহ সকল আত্মীয়-স্বজন।