গলাচিপায় গ্রামীন সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১১, ১:৪৯ অপরাহ্ন /
গলাচিপায় গ্রামীন সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১১,মে,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

উৎপাদনশীল ও সম্ভবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন-২য় পর্যায়ে প্রকল্পে গ্রামীন সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের পটুয়াখালী জেলার ১৮ টি ইউনিয়নের শুভ উদ্বোধন করা হয়েছে।

এই শুভ উদ্বোধনে প্রতিটা ইউনিয়নে ৩৬ জন স্বপ্নকর্মী কে ঝুড়ি, কোদাল, দরমুজ, দা, এ্যাপরন, ত্রিফল, রশ্মি কলস এবং প্রত্যেকে একটি করে মোবাইল ফোন প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বপ্ন-২য় পর্যায়ের প্রকল্পের গ্রামীন সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো.জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা আর সভাপতিত্ব করেছিলেন গোলখালী ও আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন এবং মোঃ কামরুজ্জামান মনির।
এবং স্বপ্ন -২ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারুফা সুলতানা সঞ্চালনার দায়িত্বে ছিলেন। তারই প্রেক্ষিতে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে উপজেলা প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরা কাজের শুভ উদ্বোধন করেন। সেখানে সভাপতির দায়িত্ব ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এছাড়াও বাকি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ ও স্বপ্ন ২ প্রকল্পের স্বপ্নকর্মী ৩৬জন নারী, সুশীলনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মীসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ সকলে শৃঙ্খলা ও সুন্দরভাবে কাজের শুভ উদ্বোধন করেন।