পটিয়ায় জাতীয় পার্টি নেতা সরোজ বড়ুয়ার মা মিনতি বড়ুয়ার ইন্তেকাল জাপা’র শোক ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১০, ১০:৪৬ অপরাহ্ন /
পটিয়ায় জাতীয় পার্টি নেতা সরোজ বড়ুয়ার মা মিনতি বড়ুয়ার ইন্তেকাল জাপা’র শোক ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১০,মে,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

– চট্টগ্রামের পটিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সরোজ বড়ুয়ার মা মিনতি বড়ুয়া ৬৮) ৯ মে বৃহস্পতিবার রাত ১১. ৪৫ মিনিটে বাকখালী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১০ মে শুক্রবার ২ ঘটিকার সময় বাকখালী বোধিসত্ত্ব বিহার প্রাঙ্গনে শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দক্ষিণ জেলা জাপার আহবায়ক আমান উল্লা আমান, সদস্য সচিব নুরুল ইসলাম কমিশনার, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, পৌর সভাপতি সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, পটিয়া প্রেসক্লাব যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, পটিয়া উপজেলা জাতীয় পার্টি নেতা, তাপস বড়ুয়া,বীর মুক্তিযোদ্বা প্রিয়তোষ বড়ুয়া, দ্বীপক বড়ুয়া,দিলিপ বড়ুয়া, দিদারুল আলম, কাজী আমির উদ্দিন, এম এ আজাদ, নুরুল আবছার, রঞ্জন ধর, বিকাশ মিএ প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম

১০/০৫/২৪