প্রকাশিত,১০,মে,২০২৪
কবিতা, “খেলতাম যখন শিশুবেলা”
দেলোয়ার হোছাইন
সবাই কতো করতো আদর
খেলতাম যখন শিশুবেলা
এখন যখন বড় হয়েছি
করে সবাই হেলা ।।
শিশুকালের সুন্দর জীবন
করতো সবাই কতো যতন
মনের চোখে আজো ভাসে
যখন হই একেলা ।।
সংসার জীবন বড় কষ্ট
দেয় না কেউ সঙ্গ
অর্থ বিত্ত না থাকিলে
সবাই করে অবহেলা।।
ভেবে কয় তাই দেলোয়ারে
সুখ শান্তি আয় রোজগারে
কর্ম করে কাটাইলে জীবন
সার্থক তখন সকল খেলা ।।
আপনার মতামত লিখুন :