মাওলানা আবদুস সোবহান( রহ) এর মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ায় 


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-০৮, ৪:১২ অপরাহ্ন /
মাওলানা আবদুস সোবহান( রহ)  এর মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ায় 
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,৮,মে,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধঃ

চট্টগ্রামের পটিয়া সদরে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবদুস সোবহান (রহ:) এর ১০৬ তম ওফাত দিবস মঙ্গলবার ৭ মে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত মরহুমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ  ও মাজার জেয়ারত করেন বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবররুক বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দীন,  শফিউল আক্তার চৌধুরী, শিক্ষক পীযুষ কান্তি পাল, প্রবীণ শিক্ষক এ,টি,এম,তোহা, আবদুল মোতালেব, সরজিত দাশ, মাওলানা মাহবুবর রহমান,  মো : নুরুল আবচার,  নিজাম উদ্দিন, অভিভাবক সদস্য হাছিনা আকতার প্রমূখ।-

বক্তরা বৃটিশ আমলে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য শিক্ষা বিস্তারে মাওলানা আবদুস সোবহান সাহেবের  অবদান কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন এবং তাঁর আদর্শে জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের আহবান জানান। 

সেলিম চৌধুরী

 পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 

০৭/০৫/২৪