গলাচিপায় দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে।।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-০৬, ৯:৪৩ অপরাহ্ন /
গলাচিপায় দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে।।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৬,মে,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে। অব্যাহত তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সোমবার দিনব্যাপী রৌদ্রোজ্জ্বলের মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যায় গলাচিপার আকাশ। এরপরই সন্ধ্যা নাগাদ শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর শুরু হয়৷ মুষলধারে বৃষ্টি। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তবে গ্রীষ্মকালীন অন্য ফসলের বেশি উপকার হবে বলে জানান স্থানীয়রা। সারাদেশের ন্যায় গলাচিপায় অনেকদিন যাবত তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির উর্দ্ধে। যার কারণে দিনে ও রাতে প্রচুর গরম অনুভূত হতো। যা জনমনে ছিল চরম অস্বস্তিদায়ক।

গলাচিপা শহরের বাসিন্দা মাহমুদা বেগম বলেন, বেশ কিছু দিন ধরে অসহনীয় গরমে মনে হয় পরানটা বের হয়ে যায়। এরকম গরম আগে কখনও অনুভব করেনি। আজ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে।’
মিষ্টি ব্যবসায়ী নিপু দাস বলেন, দীর্ঘদিন ধরে তাপদাহ চলমান থাকায় ক্রেতারা শহরে ওঠেনি। ব্যবসা প্রতিষ্ঠানে কোন ধরনের বেচাকিনা ছিলনা বলেই চলে। আমাদের পরিবার নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘদিন পর আজ স্বস্তির বৃষ্টি নেমেছে। এজন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি।