শিবচরে অবশেষে নামলো রহমতের বৃষ্টি: এসেছে জনজীবনে স্বস্তি।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-০৬, ৯:৪০ অপরাহ্ন /
শিবচরে অবশেষে নামলো রহমতের বৃষ্টি: এসেছে জনজীবনে স্বস্তি।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৭,মে,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠে মাদারীপুর জেলার শিবচরের জনজীবন। দিনের বেলা তো বটেই, রাতেও কমেনি গরম। এ যেন তাপের দ্বীপে পরিণত হয়েছিল। আজ(সোমবার) দুপুর ১২ টার আগমূহুর্তে প্রচন্ড তাপদাহ থাকা শর্তেও ১২ টার পর থেকেই হঠাৎ আকাশ মেঘচ্ছন্ন দেখায়। সোয়া রারোটার দিকে হঠাৎ বৃষ্টিতে পরিনত হয় উপজেলার বিভিন্ন একালা। প্রত্যাশিত বৃষ্টি নেমে জনজীবনে স্বস্তি ফিরে আসে, হ্রাস পায় তাপমাত্রা।বৃষ্টি নামার পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। মো: পিন্টু রহমান নামের একজন সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন
শিবচরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হচ্ছে। মানুষের মনে স্বস্তি নেমে এসেছে।
রাকিবুল হাসান(রকি) নামের আরেকজন গণমাধ্যম কর্মী ফেসবুকে লিখেছেন সকাল সাড়ে ১১ টা থেকেই প্রকৃতি বৃষ্টির বার্তা দেয়া শুরু করে। কমতে শুরু করে সূর্যের তাপ, আকাশও হয়ে যায় মেঘলা। সবমিলিয়ে জনজীবনে ফিরে আসে স্বস্তি।