কবিতা , “শ্রমের মূল্য”


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-০১, ১২:০১ পূর্বাহ্ন /
কবিতা ,           “শ্রমের মূল্য”
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, এপ্রিল,২০২৪

কবিতা। “শ্রমের মূল্য”

দেলোয়ার হোছাইন ।

শ্রমের মূল্য বুঝে যে জন,
সমাজের উন্নয়নে সফল সে জন ।

মানবকুলের উন্নয়নে জুড়ে আছে শ্রম , শ্রমের মজুরী যেন না হয় কখনো কম ।

মিলে যদি দক্ষ শ্রম পরিকল্পিত জনসংখ্যাতে ,আসিবে ইতিবাচক পরিবর্তন অর্থনীতিতে ।

যদি পারি পরিকল্পিত
জনসংখ্যা গড়তে ,
দক্ষ জনশক্তি মিলবে তখন প্রতিটি খাতে।

সম্ভাবনার নতুন সূর্য উঠিবে প্রাতে, সমৃদ্ধি আসবে জীবনের প্রতিটি খাতে ‌।