গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার সংবাদ সম্মেলন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৯, ১২:৩২ পূর্বাহ্ন /
গলাচিপায়   ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার সংবাদ সম্মেলন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত ,২৮ এপ্রিল ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী ,প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শাহীন কাজী এই মর্মে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৮ এপ্রিল) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় সন্ধ্যা ৭টায় তিনি এ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ১০ বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছি। করোনাকালীন সময় নিজের জীবন বাজি রেখে সদস্য এবং গ্রাহকদের বাড়িতে বাড়িতে খবর নিয়েছি। অনেকের বাড়িতে খাবার পৌছে দিয়েছি। অনেক সদস্যের বাড়িতে ঔষধ পৌছে দিয়েছি। আমার প্রতিষ্ঠানে বেকার যুবক যুবতীসহ প্রায় ৭০ জন কর্মকর্তা-কর্মচারী সুনামের সহিত কাজ করে আসছেন। এই উপজেলায় ৪টি শাখায় সর্বমোট ৮ শত সদস্য রয়েছে। তাদের ভিতর আমি অধিক সংখ্যক সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ঋণ প্রদান করেছি। সদস্যগণ আমার প্রতিষ্ঠানের কাছে প্রায় ২৬ লক্ষ টাকা সঞ্চয় রেখেছে। কতিপয় স্বার্থন্বেসী মহল আমার প্রতিষ্ঠানকে ধ্বংস করার লক্ষ্যে সদস্যদেরকে ভুল বুঝিয়ে ঋণের কিস্তির টাকা বন্ধ করে দিয়ে ঝামেলা করে। যার কারণে দীর্ঘ ৭ মাস প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। এমতাবস্থায় সকল সদস্যগণের স্বর্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালু করতে পারি তার জন্য সম্মানিত সকল সদস্যগণের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। বিনীত নিবেদক, নির্বাহী পরিচালক, ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থা মো. শাহীন কাজী।