কবিতা , ” গরমে অস্থির জীবন”


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৮, ৩:০৪ অপরাহ্ন /
কবিতা ,     ” গরমে অস্থির জীবন”
Print News || Dailydeshsomoy

প্রকাশিত ,২৮, এপ্রিল ,২০২৪

কবিতা,গরমে অস্থির জীবন

দেলোয়ার হোছাইন ।

গরমে অস্থির জীবন
বাঁচি কেমনে ভাই
মহান রবের দয়া ছাড়া
বাঁচার উপায় নাই ‌‌।।

ধনীরা কম্বল দেয় শীতের মৌসুমে,
দেয় না তারা এসি – চার্জার ফ্যান এত গরমে ,দিন রাত আসে যায় ,মন কাঁদে না কারো গরীবের লাই।।

চাঁদ সূর্য রাত দিনের নিদর্শন,
যারা বুঝে তারা করে
মহান রবকে স্বরণ ,
কিয়ামতের ময়দানে
ঘামের জলে হাবুডুবু খাবে
পাপী তাপী সবাই ।।

মহান রবের দয়া পেলে
আরশের ছায়া যাবে যে মিলে
দুনিয়ার গরম করায় স্বরণ
সেই দিনের ভয়াবহতায়
পাবো কেমনে ঠাঁই !!