জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঠান্ডা পানি ও শরবত বিতরণ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৭, ১০:৩৪ অপরাহ্ন /
জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার  পক্ষ থেকে ঠান্ডা পানি ও শরবত  বিতরণ ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, এপ্রিল,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে সাভাবিক জনজীবন, ব্যাতিক্রম নয় গাজীপুরে , কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া মানুষ রাস্তায় বেড়িয়ে পড়ছে বিপাকে,ও পানি তৃষ্ণায় ক্লান্তিতে ভুগছে।

তাপমাত্রার এই দাপুটে কিছুটা সস্তি দিতে আজ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কালীগঞ্জ বাজার,বাসস্ট্যান্ডে, পুরতন ব্যাংকের মোড়ে,কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইটে জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে ঠান্ডা খাবার পানি,ও শরবত বিতরণ আয়োজন করেছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাতীয় উলমা মাশায়াক আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মাওলানা আল- আমিন আবারাবার এর উদ্দ্যেগে আজ সকাল ১০ ঘটিকার সময় কালীগঞ্জের বিভিন্ন স্হানে তৃষ্ণার্থ মানুষকে বিশুদ্ধ পানি,ও শরবত খাওয়ানো হয়।

এ সময় খেটে খাওয়া সাধারণ মানুষ, তীব্র গরমে আটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার সহ লেগুনা ও আটো যাত্রীদের ও সাধারন মানুষের মধ্য এ পানি ও শরবত বিতরন অনুষ্ঠিত হয়েছে, মহৎ এই উদ্যোগে খুশি সাধারণ জনগন, সংগঠন এর সভাপতি মাওলানা আবু হানিফ বলেন আমি সংগঠন এর পক্ষ থেকে এই গরমে অতিষ্ঠ হয়ে গেছে, এ-র ই ধারাবাহিকতায় আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে চেষ্টা করছি,জনগণের উপকারে আসবে বলে আমি মনে করছি।

এ সময় মাওলানা আবু হানিফ আমাদের প্রতিনিধিকে জানান শুধু পানি ও শরবত নয় আগামীতে আমাদের সংগঠন এর পক্ষ থেকে কালীগঞ্জের জনগণের জনগনের সেবায় নিজেকে নিয়জিত রাখবো, আগামী দিনেও তার ব্যাতিক্রম হবে না, আমরা আমাদের সংগঠন এর পক্ষ থেকে সবসময়ই চেষ্টা করবো ভালো কিছু করার।

এ সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক ক্লাবের সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।