খানসামায় ৮ জুয়াড়ি আটক জুয়ার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৭, ৫:০৩ অপরাহ্ন /
খানসামায় ৮ জুয়াড়ি আটক  জুয়ার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, এপ্রিল,২০২৪

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

খানসামায় ৮ জুয়াড়ি আটক
খানসামা উপজেলাধীন ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের মাশুরমারী সরকারি প্রথমিক বিদ্যালয় হতে উত্তর দিকে আনুমানিক ৩০০,গজ দুরে জনৈক জহির সরকারের কাটা ভুট্টা ক্ষেতের ভিতরে কতিপয় লোক টাকার বিনিময়ে ডাব্বু দ্বারা জুয়া খেলিতেছে এসময় মোবাইল ফোনে গোপন সংবাদের ভিত্তিতে তৎখানিক খানসামা থানার অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় অফিসার পুলিশ ফোর্স সহ পুলিশ পরিদর্শক তদন্ত অফিসারের নেতৃত্বে জুয়ারীদের আটক করা হয়।

আটকরা হলেন, ১/মোঃ মাজেদুল ইসলাম মানিক (৩৮) পিতা ওয়াহেদ শেখ ২/ মো.নুরুল ইসলাম ওরফে মশাল (৬৯) পিতা: মৃত হাফেজ উদ্দিন ৩/মোঃ ফজলুল হক (৫১) পিতা মৃত নশেতুল্ল্যাহ ওরফে (নমেতুল্ল্যাহ সরকার)সাং দক্ষিণ সোনাখুলি ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন সৈয়দপুর নীলফামারী, ৪/মোঃ মোখলেসুর রহমান (৫৫) পিতা মৃত ফরমান আলী সাং সাতনালা ২নং সাতনালা ইউনিয়ন চিরির বন্দর দিনাজপুর, ৫/সুধীর চন্দ্র রায়(৪২) পিতাঃ শ্রী ধীরেন্দ্রনাথ রায় সাং টংগুয়া মাঝাপাড়া ৬/নারায়ন চন্দ্র রায় (২১)পিতা অতুল চন্দ্র রায় সাং টংগুয়া (মতিশাহ পাড়া) ৭/মানিক চন্দ্র রায়(২০)পিতা বাবুল চন্দ্র রায়। টংগুয়া,৮/ অর্জুন চন্দ্র রায় (২০)পিতা অনিমেষ চন্দ্র রায় টংগুয়া (জোদ্দারপাড়া)

খানসামা থানার এস আই তছির উদ্দিন বলেন, জুয়ার আসর বসায় গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টায় ৮ জনকে আটক করা হয়েছে। আটকের ভুট্টা ক্ষেতে তল্লাশি চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে খানসামা থানায় একটি মামলা হয়,পরে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

মামলা নং ১৪/৩৩,ধারা১৮৬৭,