কালীগঞ্জে রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৬, ৫:০০ অপরাহ্ন /
কালীগঞ্জে রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ  অনুষ্ঠিত ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন’র চুয়ারিয়াখোলা এলাকায় রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর নির্বাচন অনুষ্টিত হয়েছে ।গত ১৯ এপ্রিল ২০২৪ ইং তারিখে রংধনু অফিস মিলনায়তনে এই নির্বাচন অনুষ্টিত হয়।

নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী অংশগ্রহণ করে, একজন করে প্রার্থী থাকায় উপজেলা সমবায় অফিসার নির্বাচনে অংশগ্রহণকারীদের বিনা প্রতিদন্দিতায় বিজয়ী ঘোষণা করেন ।

গত ২২/০৪/২০২৪ তারিখ শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর আঞ্চলিক পরিচালক মুকুল চন্দ্র দে। নির্বাচিতরা হলেন সভাপতি কাজী হারুন অর রশিদ টিপু,সহ-সভাপতি আশরাফী সোহেল খান, ট্রেজারার আবুল বাসার, পরিচালক আব্দুল মতিন খান,ফরহাদ আখন্দ, নিপা কোড়াইয়া,আরমান রাজ.মান্নান সরকার।
উল্লখ করা যেতে পারে যে এই কমিটি আগামী ৩ বছর মেয়াদ এর জন্য দায়িত্ব পালন করবে।