জাপা’র কেন্দ্রীয় কমিটিতে আমান  উল্লা আমান  ভাইস চেয়ারম্যান,  নুরুল ইসলাম কমিশনার যুগ্ম  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৬, ৪:৩৬ অপরাহ্ন /
জাপা’র কেন্দ্রীয় কমিটিতে আমান  উল্লা আমান  ভাইস চেয়ারম্যান,  নুরুল ইসলাম কমিশনার যুগ্ম  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
Print News || Dailydeshsomoy

 
প্রকাশিত,২৬, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জাতীয় পার্টি দশম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে আরো ৪ জনকে অন্তর্ভূক্ত করে দ্বিতীয় দফায় ৭২ জনের তালিকা অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান  বেগম রওশন এরশাদ।

২৫:এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার দুপুরে পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদের সুপারিশক্রমে দলের শীর্ষ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান দ্বিতীয় দফার তালিকায় স্বাক্ষর করেন। পরে পার্টির মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয় পর্যায়ক্রমে কমিটির বাকি পদ পদবি ও সদস্যদের নাম ঘোষণা করা হবে। 

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক বোয়ালখালীর কৃতি সন্তান আমান উল্লা আমান কে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার’কে এক নং যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদায়ন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আহবায়ক আমান উল্লা আমান ৪০ বছর যাবত জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে বোয়ালখালী আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে পেয়েছিলেন। এর আগে তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ  ১৯৯১ সালে ষড়যন্ত্র মামলায় কারাগারে থাকায় এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথে কঠোর কর্মসূচি পালন করেছে। তিনি একবার বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান নির্বাচন করে মুল আলোচনায় আসেন জাতীয় পার্টি নেতা আমান উল্লা আমান। 

 চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম জাতীয় পার্টি রাজনীতিতে প্রায় ৪০ বছর জড়িত। বর্নাঢ্য রাজনীতিতে  তিনি পটিয়া পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। দক্ষিণ চট্টগ্রামে জাতীয় পার্টির রাজনীতিতে তিনি বেশ সুপরিচিত ও জনপ্রিয় নেতা। বলতে গেলে জাতীয় পার্টি প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক পটিয়া পৌরসভার মেয়র মরহুম শামসুল আলম মাষ্টারের পরে তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। শামসুল আলম মাষ্টার মৃত্যুবরণ করার পর এখনো নুরুল ইসলাম কমিশনার জাতীয় পার্টি হাল ধরেছেন।  এদিকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে আমান উল্লা আমান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার এর নাম ঘোষণা দেওয়ায় জাতীয় পার্টি দক্ষিণ জেলার নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা যায়।  স্থানীয় জাতীয় পার্টি নেতা কর্মীরা জানান, আমান উল্লা আমান ও নুরুল ইসলাম কমিশনার এর যোগ্য নেতৃত্বে জাতীয় পার্টি আরোও বেশি সুসংগঠিত ও শক্তি শালী হবে। স্থানীয় জাতীয় পার্টি নেতা কর্মীরা জাতীয় পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুন ধন্যবাদ জানান। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

২৫/০৪/২৪ ইং।