কৃষকলীগ নেতা পিতা’কে দেখতে  গেলেন পটিয়া উপজেলার  সদ্ভাব্য  চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নুরুল আবছার 


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৫, ৬:০৪ অপরাহ্ন /
কৃষকলীগ নেতা পিতা’কে দেখতে   গেলেন পটিয়া উপজেলার  সদ্ভাব্য   চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নুরুল আবছার 
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, এপ্রিল,২০২৪

পটিয়া সংবাদ দাতা:-

আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলার সভাপতি সৈয়দ নুরুল আবছার ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে  দক্ষিণ জেলা কৃষকলীগের স্থানীয় সরকার সম্পাদক আসিফ ইকবালের অসুস্থ  পিতাকে দেখতে যান। এসময় সৈয়দ নুরুল আবছার অসুস্থ আসিফ ইকবালের পিতার   শারীরিক খোঁজ খবর নেন। এসময় 

 দক্ষিণ জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আব্দুল মুনাফ চৌধুরী।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

২৫/০৪/২৪