চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ‘হিট স্ট্রোকে’ মারা গেলেন ট্রাফিক ইন্সপেক্টর ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৫, ৫:৫৫ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে  ‘হিট স্ট্রোকে’ মারা গেলেন ট্রাফিক ইন্সপেক্টর ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, এপ্রিল,২০২৪.

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে রুহুল আমীন নামে এক ট্রাফিক ইন্সপেক্টর মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব পালন করা অবস্থায় মারা যান তিনি। চিকিৎসক ধারণা করছেন, হিট স্ট্রোকে মারা গেছেন রুহুল আমীন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন ও স্থলবন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলাম তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল আমীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি যশোরের শর্শা উপজেলার বেনাপোল এলাকার কোরবান আলীর ছেলে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘রুহুল আমীন দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল বলেন, ‘রুহুল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকজনিত কারণেই তিনি মারা গেছেন।’
এদিকে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।

সারা দেশে চলছে মাঝারী থেকে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে হিট অ্যালার্টের মেয়াদ ফের বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।