প্রকাশিত,২৪ এপ্রিল ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। যৌতুকের টাকা দিতে না পারায় পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে তার স্বামী ইসমাইল খলিফা ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করেছে বলে নির্যাতিতা গৃহবধূ পারুল আক্তার জানান। এ বিষয়ে গৃহবধূর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৩ সন্তানের জননী। আমাকে প্রায়ই আমার স্বামী যৌতুকের জন্য মারধর করে। গত সোমবার যৌতুকের টাকার জন্য আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে। আমি যেন বাহিরে কারো কাছে এ কথা না বলতে পারি সেজন্য আমাকে বাসায় আটকে রাখত। নির্যাতন সইতে না পেরে আমি ১০৯৮ নম্বরে ফোন করলে আমাকে গলাচিপা উপজেলা সমাজসেবা অফিস থেকে শিশু সুরক্ষা কর্মকর্তা পঙ্কজ গাঙ্গুলী গিয়ে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। আমি এখনো হাসপাতালে ভর্তি আছি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুস্মিতা বলেন, পারুল আক্তারের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। সে আমার চিকিৎসাধীনে ৩য় তলায় মহিলা ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি আছে। তার শারীরিক অবস্থা তেমন ভাল নয়। এ বিষয়ে পারুল আক্তারের স্বামী ইসমাইল খলিফা (৪৫) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের পারিবারিক। তেমন কিছু হয় নি। এ বিষয়ে ইউপি সদস্য উজ্জল মিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পারুল আক্তার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :