প্রকাশিত,২৪, এপ্রিল,২০২৪
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ
ইস্টার্ন হাউজিংয়ে দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক আওয়ার বাংলাদেশের সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম ও মাকসুদুল আলম রবিসহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল (বুধবার) বেলা ১২ টায় গাজীপুর প্রেসক্লাব মঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক আওয়ার বাংলাদেশের স্টাফ রিপোর্টার এবিএস রানা ও শ্রীপুর প্রতিনিধি সাদেক মিয়ার আয়োজনে মানববন্ধন থেকে সকল হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করার দাবী জানানো হয়। একই সাথে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি স্টারের প্রতিনিধি মঞ্জুরুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মোঃ আবিদ হোসেন বুলবুল, দৈনিক মুক্ত সংবাদের সাংবাদিক মোঃ রায়হান, মোহাম্মদ রফিক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, লেখক কলামিস্ট বাদশা আব্দুল্লাহ, ভারতের ওঙ্কার বাংলা টিভির প্রতিনিধি আল সাদি, দৈনিক মুক্ত বলাকার সহ-সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীরসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।
বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন করলেও এটি শুধু তাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা রাষ্ট্র যন্ত্রের সাথে যুক্ত থাকা বিভিন্ন ব্যক্তিদের অনিয়ম দুর্নীতি চিহ্নিত করেন। এটি পরোক্ষভাবে সরকারকে ব্যাপকভাবে সহযোগিতা করার শামিল। আর রাষ্ট্রকে সহযোগিতা করার কারণে রাষ্ট্রযন্ত্রের সাথে যুক্ত থাকা অসাধু ব্যক্তিরা বরাবরের মতই গণমাধ্যম কর্মীদের নিবৃত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে অবশ্যই সমূলে প্রতিহত করতে হবে। অতএব, সরকার তথা রাষ্ট্রের দায়িত্ব গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :