সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৩, ৯:০২ অপরাহ্ন /
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে এক আ’লীগ নেতার অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান সহ তার সহকর্মীদের উপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা নলজানি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের বরাতে জানা যায়, গাজীপুর জেলা কারাগার থেকে চান্দনা চৌরাস্তা আসার উদ্দেশ্যে রওনা হইলে নগরীর চান্দনা নলজানি এলাকায় পৌছাইলে গাজীপুর পল্লী বিদ্যু সমিতির সামনে তিনটি মোটরসাইকেল যোগে ৬-৭ জন হামলাকারী সাংবাদিক মেহেদী হাসান সহ তার সহকর্মীদের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ওই সময় পথচারী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।

আহত সাংবাদিক মেহেদী হাসান বলেন, হামলাকারীদের মধ্যে চারজনকে চিনতে পেরেছি, বাকি তিন থেকে চারজনকে চিনতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।