প্রকাশিত,২৩, এপ্রিল,২০২৪
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ৪৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার(২২ এপ্রিল) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাচর গ্রামের ফজলুল হকের ছেলে মো. ডালিম (৩০),একই উপজেলার সেজামুড়া গ্রামের তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম(২৬), একই উপজেলার কালাচর গ্রামের মিয়া চাঁনের ছেলে নাঈম (২৩) ও কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় মিয়া(২৪)।
মামলা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের র্যাব-১৪ সিপিসি-৩ এর সার্জেন্ট মো. খায়রুল ইসলাম বাসাইল উপজেলার নথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে প্রাইভেটকারসহ ওই চারজনকে আটক করে। এসময় প্রাইভেটকারে দুইটি পানির গিজারে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল।
বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন,র্যাব চারজনকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। র্যাব বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করে। বিকেলে আটককৃত চারজনকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাসুদ রানা
বাসাইল টাঙ্গাইল
২৩.০৪.২০২৪
আপনার মতামত লিখুন :