বেনাপোল বন্দরে প্রথম ভারতীয় নারী ট্রাক চালিয়ে আমদানি পণ্য নিয়ে প্রবেশ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২১, ৯:০৮ অপরাহ্ন /
বেনাপোল বন্দরে প্রথম ভারতীয় নারী ট্রাক চালিয়ে আমদানি পণ্য নিয়ে প্রবেশ ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২১, এপ্রিল,২০২৪

সোহাগ হোসেন বেনাপোলপ্রতিনিধিঃ

যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে প্রথমবারের মতো অন্ন পূর্ণী রাজকুমার নামের এক নারী ট্রাকচালক আমদানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

রোববার(২১শে এপ্রিল) সকাল ১১ টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে নারী ট্রাক চালিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসময় নারী ড্রাইভারকে এক নজর দেখতে বাংলাদেশ গেইটে ছুটে আসেন বন্দর ব্যবহারকারীরা। ওই নারী চালকের স্বামী রাজকুমার মানি তার সহযোগী(হেলপার) হিসেবে এ ট্রাকে ছিলেন। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে আসেন। ভারতীয় ট্রাকটিতে ৫ হাজার ৪৬৩ কেজি গেঞ্জির কাপড় ছিল। আমদানিকৃত গেঞ্জির কাপড় বন্দরের ১নং শেডে আনলোড করা হয়। পরে দুপুর ২ টায় ট্রাকটি ভারতে ফেরত ফিরে যায়।

বন্দর ব্যবহারকারীরা জানান,এর আগে এভাবে কোন নারী ট্রাক চালিয়ে বন্দরে আসেনি। আজ পিছিয়ে নেই নারীরা। পুরুষের সাথে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বাস, বিমান, রেলসহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থলপথে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছেন নারী ড্রাইভার। দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো নারী চালক পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে। অন্নপূর্ণার এই যাত্রায় নারী জাগরণের আরেকধাপ এগিয়ে গেল বলে মনে করেন তারা। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভাল লাগছে জানান এই তামিল নাড়ুর ট্রাক চালক নারী।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২১/৪/২৪