গফরগাঁও কদম রসুলপুরে প্রভাবশালীদের বাধা : নিজের রেজিস্ট্রি কৃত জমিতে ঘর তুলতে পারছেন না অসহায় বাবলু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২০, ৯:০৪ অপরাহ্ন /
গফরগাঁও কদম রসুলপুরে প্রভাবশালীদের বাধা : নিজের রেজিস্ট্রি কৃত জমিতে ঘর তুলতে পারছেন না অসহায় বাবলু।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত: ২০, এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর চার আনি গ্রামের নজরুল ইসলাম, তোফাজ্জল, ইসলাম, ফয়সাল, ফরহাদ ও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে নিজের সাবকবলা জমিতে ঘর তুলতে পারছেন না বাবলু মিয়া। অন্যায় ভাবে বাধা প্রদানের ঘটনাটি ঘটে গত(,১৭এপ্রিল )সকাল ১০টার দিকে।

ঘর তুলতে ও মেরামত করতে না পাড়ায় ক্রয় কৃত, ইট, বালি, রাস্তার উপরে নষ্ট হচ্ছে । অসহায় ওই ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম বাবলু (৩৫)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ শেখ সাদীর (৭০) ছেলে।

ভুক্তভোগী মো. বাবলু মিয়া জানান,
কদম রসুলপুর মৌজার আর এস ৪২৯/ ২৪৫৬দাগ নং দাগের ্সারে ৬, শতাংশ জমি আমার নামে দলিল, ও নামজারি খারিজ, খাজনা ও ভোগ দখল করে আসছি ।
বর্তমানে চার আনি বাজার সংলগ্ন জমিতে ঘর করতে গেলে আমার বোন ও ভাগিনারা কিছু কুচুক্রি মহলের প্রভাবশালীদের প্রভাবিত হয়ে অবৈধ অন্যায় ভাবে নিজ জমিতে ঘর করতে বাধা প্রদান করেন। উক্ত জমিটি আমার পিতা শেখ সাদী ক্রয়-কৃত জমি যাহা তিনি আমাকে
সাবকবলা রেজিস্ট্রি করে দেন । যা আমার নামে নামজারি করি। আমাদের কাছে সেই জমির দলিল ও নামাজারির পর্চা রয়েছে।
আমার ভগ্নিপতি ও বোন ভাগিনারা লোভে ঈর্ষান্বিত হয়ে আমার কাজ বন্ধ করে দেয়।

বাবলুর মা হাসনারা বেগম (৬০) গণমাধ্যমকে জানান আমার মেয়ে ও তার ছেলেরা মিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি প্রদান করেছে।

বাবলুর চাচা আবুল হোসেন ,ও জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে গ্রামের নেতা আনিসুর রহমান ও ইউপি মেম্বারকে অবগত করা হয়েছেও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি মীমাংসায় ব্যর্থ হওয়ায় আইনি সহায়তা চেয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাবুল মিয়া।

গফরগাঁও থানা এস আই ফজলুল হক, ঘটনার তদন্ত করেছেন বলে জানা গেছে।