আজ শহীদ সার্জেন্ট সামছুল করিম খানের ৫৩ তম মৃত্যু বার্ষিকী।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৮, ১০:৪২ অপরাহ্ন /
আজ শহীদ সার্জেন্ট সামছুল করিম খানের ৫৩ তম মৃত্যু বার্ষিকী।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, এপ্রিল,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

আজ শহীদ সার্জেন্ট সামছুল করিম খান (সিরাজ) এর ৫৩ তম মৃত্যু বার্ষিকী। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিণীর এই র্নির্ভিক অফিসার এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে র্নিমম ভাবে র্নিযাতনের স্বীক্রা হয়ে মারা যান।
জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের রত্নগর্ভা মা আজম খানের মাতার দুই সন্তান শহীদ সার্জেন্ট সামছুল করিম খান ও ছাগীর খান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। যুদ্ধকালীন সময়ে শহীদ সার্জেন্ট সামছুল করিম খান এর নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে তারই ছোট ভাই ছাগীর খান ঢাকা কেন্ট্যামেন্টে খোজ নিতে গিয়ে পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। তখন পাক হানাদার বাহিলী র্নিমম বাভে ব্যানেট দিয়ে খুচিয়ে খুচিয়ে র্নিযাতন করে মৃত্যু নিশ্চিৎ করেন।
তাদের স্বরণে বেরুয়া গ্রামে শহীদ সার্জেন্ট সিরাজ সংসধ নামে একটি সমাজ কল্যান সংসদ প্রতিষ্ঠিত করা হয়। তারই উদ্ব্যোগে আজ বিকেলে তোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল বীর সেনাদের মাগফেরাত ও তাদের পরিবারের মঙ্গল কামনা দোয়া করা হবে।