গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে ছাত্রলীগের গণসংযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৮, ৪:০১ অপরাহ্ন /
গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী  আমিরুল ইসলাম এর পক্ষে  ছাত্রলীগের  গণসংযোগ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, এপ্রিল,২০২৪

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পক্ষে বাউশিয়া ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার সকালে বাউশিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।

গণসংযোগকালে সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ও বর্তমান গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছেলে আশ্রাফুল ইসলাম জয়, বলেন, গজারিয়া উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে আমার বাবা কাজ করতে চায়। গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক গজারিয়া গড়ার ক্ষেত্রে সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবে আমার বাবা। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি আপনাদেরকে কিছু করতে পারবো।

এসময় বাউশিয়া ইউনিয়নে গণসংযোগ ও লিফটে বিতরনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগের গজারিয়া ধর্ম বিষয়ক সম্পাদক রানা সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, হালিম দেওয়ান বাবু, সাবেক গ্রন্থানার ও প্রকাশনা সম্পাদক, ছাত্রলীগ নেতা সুমন প্রধান, মাসুম শেখ, মো শাহপরান, রায়হান দেওয়ান, নাহিদ আহমেদ জিদান,মুক্তার দেওয়ান, সাইদুর রহমান, রিদয় দেওয়ান, নাসিম, শামিম মুন্সি, লিমন মিয়া, ইমন, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।