গলাচিপা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৮, ১১:০০ পূর্বাহ্ন /
গলাচিপা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, এপ্রিল,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন মোঃ মজিবর রহমান প্যাদা, সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামীলীগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক বৃন্দ। ১৬ এপ্রিল গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল ৪ টার সময় এই ঈদ পুনর্মিলনী সভার আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনী সভা শেষে আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত ভোটে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। এই ভোটে আওয়ামী লীগের ৬ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এই ৬ জন হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ মতিউর রহমান মাস্টার, মোঃ মোফাজ্জেল হোসেন মাসুদ, মোঃ মেহেদী মাসুদ জুয়েল ও মোঃ নিজাম উদ্দিন তালুকদার। এই ৬ জনের মধ্যে মোঃ নিজাম উদ্দিন তালুকদার তার প্রার্থিতা প্রত্যাহার করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। বাকি ৫ জনের মধ্যে ভোট হয়। মোট ৩১৪ ভোটের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন ১২৯ ভোট পেয়ে দলীয়ভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত হন। ভোট চলাকালীন সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।