পটিয়া মওলা সুলতানপুরী (ক:)  ছাত্র যুব পরিষদের অভিষেক ও ঈদ  পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। 


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৭, ১১:২৮ অপরাহ্ন /
পটিয়া মওলা সুলতানপুরী (ক:)   ছাত্র যুব পরিষদের অভিষেক ও ঈদ   পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। 
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

– চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী  সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিল পরিচালিত সংগঠন মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদ বাংলাদেশ নবগঠিত  কেন্দ্রীয় কমিটির অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান গতকাল পটিয়া খুশবু ডাইন রেস্টুরেন্টে সম্পন্ন হয়। এতে

প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন  মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী(মঃজিঃআঃ)। 

ইঞ্জিনিয়ার মো: ফারুকের সভাপতিত্বে, সাকিব উদ্দিন ও বেলাল উদ্দিন নয়নের যৌথ সঞ্জালনায় এতে বিশেষ মেহমান হিসেবে উপস্হিত ছিলেন  ছিলেন শাহজাদা সৈয়দ শহিদ শাহ আমিরী, শাহজাদা এস এম হামদান ইয়াসির, বিশিষ্ট রাজনীতিবিদ বদিউল আলম,  সূফি ফজল আহাম্মদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, আবু তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলার ক্রীড়া সংস্থার সদস্য সমাজ সেবক 

ইন্জিনিয়ার জসিম উদ্দীন,

 আলহাজ্ব নুরুল ইসলাম, হাফেজ মাওলানা  ফারুক আল কাদেরী,  মো; বদিউল আলম, আমান উল্লাহ আমিরী, আবদুল আলম, মো: মোজাফফর,  মাওলানা জয়নাল আবেদীন নয়ন, শাহ নেওয়াজ ইরফান সাইদুল ইসলাম টুটুল, ডাঃ শহিদুল ইসলাম , আব্দুল বায়েজ, নেয়ামত, হেলাল, মঈনউদ্দীন, রানা, রেজাউল,  মান্না, নেজাম, আলমগীর, সবুজ ও জালাল প্রমুখ। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

১৭/০৪/২৪