গলাচিপায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মাই টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৬, ১০:৪৭ অপরাহ্ন /
গলাচিপায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মাই টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, এপ্রিল,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধিঃ

জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াাখালীর গলাচিপায় কোরআন খতম দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে বেলা ১১ টায় গলাচিপা উপজেলা প্রতিনিধি হাসান এলাহীর উদ্যোগে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি প্রধান অতিথি থেকে কেক কাটেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুহাম্মদ মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ শাহ আলম, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।