প্রকাশিত,১৫, এপ্রিল,২০২৪
মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরের ভাঙ্গানগর মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসীর আয়োজনে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিপড়িয়া গ্রামের ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩(মুরাদনগর) আসনের সাংসদ জাহাঙ্গীর আলম সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ ড. এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকি পীর সাহেব জৌনপুর দরবার শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমার এলাকার মানুষ দীর্ঘ ৪০বছর অপেক্ষা করেছে আমাকে এমপি বানানোর জন্য। মহান আল্লাহ তায়ালা আপনাদের মেহনত ও দোয়া কবুল করেছেন। আমি মুরাদনগরের প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে আপনাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কাজ করতে এসেছি, আমার পাবার কিছু নেই, আপনাদের সেবা দেবার পালা। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা,রাস্তাঘাট উন্নয়ন করে সবুজ,সুন্দর তিলোত্তমা মুরাদনগর উপহার দিব ইনশাআল্লাহ।
মুরাদনগর,কুমিল্লা।
১৫/০৪/২০২৪
আপনার মতামত লিখুন :