পটিয়া উপজেলা পৌরসভা  এলডিপির  উদ্যােগে ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৫, ৩:৪৪ অপরাহ্ন /
পটিয়া উপজেলা পৌরসভা  এলডিপির   উদ্যােগে ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠিত ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

-পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি’র উদ্যােগে ঈদ পুনর্মিলনী সভা ১৪ এপ্রিল রবিবার সন্ধায় স্থানীয় কার্য়লয়ে পৌর এলডিপির আহবায়ক ইন্জিনিয়ার আবদুর রশিদ এর সভাপতিত্বে, পৌর গনতান্ত্রিক ছাএদলের সভাপতি আমিনুল হক তামিম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌর এলডিপির সিনিয়র সদস্য মোহাম্মদ শাহ আলম,  জাহাঙ্গীর আলম রানা, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, সাইফুল ইসলাম, মোহাম্মদ কানুন, আবদুল করিম, আবদুল হান্নান, আলমগীর ইসলাম, লিটন, খোরশেদ, এরশাদ, টিপু, জসিম, ফোরকান, মামুন, জাহেদ, মজিবুর রহমান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, লিবারেল ডেমোক্রিটিক  পার্টি (এলডিপি’র) চেয়ারম্যান কর্নেল ( অব:) বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বীর 

বিক্রম  বাংলাদেশ রাজনীতিতে গুরুত্বপূর্ণ একজন ব্যাক্তি তার  বিচক্ষণ 

নেতৃত্বে আগামীতে সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। 

এর জন্য  এলডিপিকে শক্তি শালী করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি 
পটিয়া চট্টগ্রাম

১৪/০৪/২৪