শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১৪, ২:৩৫ অপরাহ্ন /
শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, এপ্রিল,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ পালিত হচ্ছে শিবচরের বিভিন্ন স্থানে। আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

রবিবার পহেলা বৈশাখের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবচর উপজেলা চত্বর থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের সড়ক ৭১ ঘুরে উপজেলায় গিয়ে শেষ হয়। এছাড়াও পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেও আলাদা শোভাযাত্রা বের হয়। এসময় সকলের বাঙ্গালী সাজ ও রঙের বাহার দেখে মনোমুগ্ধকর এক পরিস্থিতি সৃষ্টি হয়।

দিনটিকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় যেখানে থাকছে পুতুল নাচ, নাগর দোলাসহ নানা আয়োজন। পাশাপাশি মেলায় পাওয়া যাবে হরেক রকমের প্রয়োজনীয় জিনিসপত্র। দিনটি বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠীর জন্য এক মহা উৎসব। প্রতি বছরই ঘটা করে বিশ্বের বাঙালি সম্প্রদায় দিনটিকে নানাভাবে উদযাপন করে থাকে। এ দিনে ব্যবসায়ীরা তাদের হিসাবের নতুন খাতা খুলেন আর সারাদিনই চলতে থাকে হালখাতার আমেজ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মঙ্গলর‌্যালী বের হয়। গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মঙ্গলর‌্যালীর পাশাপাশি পান্তা-ইলিশেরও আয়োজন করেছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,‘বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের এই দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সকাল থেকেই উৎসবমুখোর পরিবেশ বিরাজ করছে। শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা ঢাক-ঢোল, পালকি, মাছ ধরার পলোসহ নানা দেশীয় সাজে সেজে অংশ নিয়েছে।