চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত  প্যানেল চেয়ারম্যান ফারহানা  আফরিন  পটিয়ায় সংবর্ধিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-১১, ১০:২৮ অপরাহ্ন /
চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত   প্যানেল চেয়ারম্যান ফারহানা   আফরিন  পটিয়ায় সংবর্ধিত ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১১, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- 

চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফারহানা আফরিন জিনিয়া’কে ঈদের শুভেচ্ছা জানিয়ে  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক  ক্রীড়া সংগঠন, জন-প্রতিনিধি, সাংবাদিক  সচেতন মহলের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছেন। ১০ এপ্রিল বুধবার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে বাড়িতে সারাদিন বিভিন্ন সংগঠন ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম। এছাড়াও দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ফুলের শুভেচ্ছা জানান। 

ফারহানা আফরিন জিনিয়ার সাথে  ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ ভূর্ষি কিশোর মিলনায়তন সংঘের  সভাপতি -সম্পাদক ও সকল সদস্যবৃন্দ।উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উক্ত পরিষদের  পূজা উদযাপন পরিষদ এর  সভাপতি দেবব্রত দে (বাপ্পি)  সাধারণ সম্পাদক বাবু অন্তু দে,উন্নয়ন কমিটির সভাপতি বিধান কুমার দে  যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ দে সহ,আরো  উপস্থিত ছিলেন  প্রধান শিক্ষক অরুণ কান্তি মিত্র,বিদ্যুৎ কুমার দে, কর্ণ দে শুভ দে মিলু,আশীষ মহাজন জসীম,বসুলাল দে,সুব্রত মিত্র,সুব্রত দে,জয় দত্ত, পার্ মিত্র,অমিত দে, অপু দে ও বিজয় মিত্র প্রমুখ।

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

১১/০৪/২৪