আল জামিয়া আল- ইসলামিয়া  পটিয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৯, ২:৫৪ অপরাহ্ন /
আল জামিয়া আল- ইসলামিয়া   পটিয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের   ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:- 

৮ এপ্রিল সোমবার  বাদে আছর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যােগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল মাওলানা আক্তারুজ্জামান  সভাপতিত্বে পটিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জামেয়ার মহা পরিচালক আল্লামা আবু তাহের নদভী সাহেব।বিশেষ অতিথি ছিলেন আল্লামা শামসুদ্দীন জিয়া সাহেব। বক্তব্য রাখেন মাওলানা মাহমুদউল্লাহ জমিরাবাদী,মুফতি আশেক ,মাওলানা হাবিব মাওলানা আবু সুফিয়ান,মাওলানা নুরু উদ্দীন ,ইউনুচ চৌধুরী, সাইফুল আলম,মাওলানা আজগর,হাফেজ মাওলানা রুহুল্লাবিন আবদুল্লাহ ও মাওলানা আনোয়ার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,অএ মাদ্রাসা হতে রমজানের পরে খোলা অবদি বাহিরের যে কোন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের নিজেদের চেষ্টা ও প্রশাসন কে সহযোগিতা করার প্রত্যায় ব্যক্ত করেন।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
০৮/০৪/২৪