মতলব বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন তানভীর হুদা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৯, ২:০০ অপরাহ্ন /
মতলব বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন তানভীর হুদা ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, এপ্রিল,২০২৪

সুমন আহমেদঃ

চাঁদপুরের মতলব উত্তর মতলব দক্ষিণ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপি প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা।

শুভেচ্ছা বার্তায় চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।

ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় চাঁদপুর-২ মতলব উত্তর/দক্ষিণসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন।