গোপালগঞ্জের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন ৫৫০জন অসহায়দের ও গরীবের মাঝে ঈদ উপহার বিতরন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৮, ৩:২৮ অপরাহ্ন /
গোপালগঞ্জের  ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন ৫৫০জন অসহায়দের ও গরীবের মাঝে ঈদ উপহার বিতরন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, এপ্রিল,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার সদর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আল-আমিন ইসলাম আসছে অগামী ঈদুল ফিতর কে সামনে রেখে ৫৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।তিনি তার নির্বাচিত এলাকার মার্কাস মহল্লা, নবীন বাগ ও তেগুরিয় এলাকার গরীব ও অসহায়দের মাঝে এ উপহার তুলে দেন।
আজ সোমবার সকাল ১১টার সময় নবীনবাগ মেডিকেল রোডের তার নিজ বাসভেবনে সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, এম. রাকিবুজ্জামান মূন্সী সহ নবীনবাগ এলাকার গন্নমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যপারে কাউন্সিলর আল-আমিন ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিবারের ন্যায় এই ঈদে আমার সাধ্যমত আমার ওয়ার্ড সহ আশেপাশের গরীব ও অসহায়দের মুখে হাসি ফুটাতে চেষ্টা করছি। আমি চাই আমার ওয়ার্ডের গরীব পরিবারের লোকজন সকলের ন্যায় ঈদের সময় নতুন সাজে সাজুক, তাদের মুখে হাসি ফুটাতে আমার এই সামান্ন প্রয়াস।