প্রকাশিত,০৮, এপ্রিল,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার সদর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আল-আমিন ইসলাম আসছে অগামী ঈদুল ফিতর কে সামনে রেখে ৫৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।তিনি তার নির্বাচিত এলাকার মার্কাস মহল্লা, নবীন বাগ ও তেগুরিয় এলাকার গরীব ও অসহায়দের মাঝে এ উপহার তুলে দেন।
আজ সোমবার সকাল ১১টার সময় নবীনবাগ মেডিকেল রোডের তার নিজ বাসভেবনে সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, এম. রাকিবুজ্জামান মূন্সী সহ নবীনবাগ এলাকার গন্নমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যপারে কাউন্সিলর আল-আমিন ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিবারের ন্যায় এই ঈদে আমার সাধ্যমত আমার ওয়ার্ড সহ আশেপাশের গরীব ও অসহায়দের মুখে হাসি ফুটাতে চেষ্টা করছি। আমি চাই আমার ওয়ার্ডের গরীব পরিবারের লোকজন সকলের ন্যায় ঈদের সময় নতুন সাজে সাজুক, তাদের মুখে হাসি ফুটাতে আমার এই সামান্ন প্রয়াস।
আপনার মতামত লিখুন :