গলচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৭, ১১:৪২ অপরাহ্ন /
গলচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, এপ্রিল,২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই গাজা ব্যাবসায়ীকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গলাচিপা থানার এএসআই বিএমআর লিমন এর বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল শনিবার মধ্যরাতে ডাকুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গাজাঁ বিক্রয় করার সময়ে ৫০০ গ্রাম গাজাঁসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ আমির হোসেন (৪২) ও মোঃ আবুল কালাম (৪৫) কে আটক করা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন, “মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুরো জেলাতেই মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সে অনুযায়ী গলাচিপায় নিয়মিত অভিযান চলছে। এছাড়া গাজাঁসহ আটক দুই জনের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।”