প্রকাশিত,০৭, এপ্রিল,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
৭ এপ্রিল (রবিবার) জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এলজিইডির সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) শেখ মোহাম্মাদ নূরুল ইসলাম।
শেখ মোহাঃ নূরুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাঃ বাবর আলীর দ্বিতীয় সন্তান। তিনি দীর্ঘ ৪ বছরের অধিক সময় টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় উপজেলা প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুর মাজার ও আশেপাশের এলাকা এলসিএস কর্মী দিয়ে পরিষ্কার রাখার কাজ করেছেন। এছাড়া সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এর সাথে বর্তমানের মাজার সংলগ্ন পরিদর্শন ভবনের ড্রইং ও সুপারভিশন করার সাথে সংযুক্ত ছিলেন। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া সংযুক্ত বর্তমান রাস্তাটির মাটির কাজ ও শৈলদাহ নদীর উপর ১৫০ মিটার ব্রিজ নির্মাণ গোপালগঞ্জ জেলায় কর্মকালীন সময় তার উল্লেখযোগ্য কাজ।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুদান (ম্যাচিং ফান্ড) দ্বারা ১২ টি স্বল্পব্যয়ে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া বেসরকারি রেজিস্টার্ড বহু প্রাথমিক বিদ্যালয় নির্মাণে ভূমিকা রেখেছেন তিনি। তিনি গোপালগঞ্জ বাসির কাছে দোয়া কামনা করেছেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তার সাথে উপস্থিত ছিলেন,গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস হোসেন চেয়ারম্যান পাটগাতি ইউনিয়ন চেয়ারম্যান শেখ শুকুর
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মাহামুদ হাসান সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি গোপালগঞ্জ, মোঃ ফয়সাল আহম্মেদ উপজেলা প্রকৌশলী টুঙ্গিপাড়া, সজল দত্ত উপজেলা প্রকৌশলী কাশিয়ানী, নুরুজ্জামান সহকারী প্রকৌশলী এলজিইডি গোপালগঞ্জ, লাচো তালুকদার কৃষি ফ্যাসিলেটেটর এলজিইডি গোপালগঞ্জ, বিশ্বজিৎ কুমার শর্মা উপজেলা উপসহকারী প্রকৌশলী গোপালগঞ্জ, সাবেক চেয়ার ম্যান পাথালিয়া সফিকুল ইসলাম মকিম সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :