প্রকাশিত,০৭, এপ্রিল,২০২৪
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর সদরের থানা সংলগ্ন ফুটপাতের উপর দখল করে ব্যবসা পরিচালনা করছেন ছিন্নমূল ব্যবসায়ীরা। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় যাতায়াতরত পথচারীরা পোহাচ্ছে চরম ভোগান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছে একাধিক পথচারীকে।
সড়কপথে যাতায়াতকারী একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফুটপাত নির্মাণের পর থেকে এটার উপর দিয়েই আসা-যাওয়া করেছি। ফল ও কাপড় ব্যবসায়ীদের জন্য আমাদের বিকল্প হিসেবে সড়কে নামতে হয়েছে। ফুটপাত ব্যবহার না করে সড়কে হাঁটাচলা করায় সড়কের প্রসস্থতা হ্রাস পেয়েছে। যানচলেও বিঘ্ন ঘটছে পথচারীদের অবাধে যাতায়াতের জন্য। জিজ্ঞাসা করেছিলাম, ফুটপাত দখলে রাখলে আমরা হাঁটাচলা করবো কোথায়? জবাবে ৪/৫ জন প্রতিউত্তরে বলে ক্ষমতা থাকলে সরিয়ে দেখাও।
ফুটপাতের উপর অবৈধ দখলদার একজন ফল বিক্রেতা বলেন, আমরা স্বল্প আয়ের মানুষ বড় দোকান নিতে পারি না। কিছু ব্যক্তি ফুটপাতের উপর দোকান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ফুটপাত হতে দূরে নিরিবিলি স্থান নির্ধারণ করে দিলে ভালো হবে। তখন পথচারীদের কোনো ক্ষোভ থাকবে না আমাদের উপর।
মুরাদনগর থানার ওসি প্রবাস চন্দ্র ধর বলেন, তাদের পূর্বেও উৎখাত করা হয়েছিল। আবার ফুটপাত দখল করে ভোগান্তি সৃষ্টি করছে। শীঘ্রই তাদের সরিয়ে সেখানে চলাচলের উপযোগী করে দেওয়ার ব্যবস্থা করবো।
আপনার মতামত লিখুন :