গোলখালীবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৬, ১০:২৫ অপরাহ্ন /
গোলখালীবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন  চেয়ারম্যান  মোঃ নাসির উদ্দিন হাওলাদার।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,৬ এপ্রিল ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার। ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোলখালী ইউনিয়নবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। বুধবার (৬ এপ্রিল ) পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।