পরিবহনের চাপায় মোটর সাইকেল চালক নিহত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৫, ১১:৫৪ অপরাহ্ন /
পরিবহনের চাপায় মোটর সাইকেল চালক নিহত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, এপ্রিল,২০২৪

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার ভান্ডারিয়া- ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মো. মহিউদ্দিন মাহিম (২০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজাপুরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মাহিম উপজেলার মনোহরপুর এলাকার মো. কবির হোসেন ইকবালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার সঞ্জীব পাহলান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভান্ডারিয়ার দিক থেকে মাহিম মোটর সাইকেল চালিয়ে রাজাপুরে যাচ্ছিলো এবং রাজাপুর থেকে ইতি পরিবহন ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়৷ পরে স্থানীয়রা আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে রেফার করেন৷ বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার সঞ্জীব পাহলান বলেন, নিহত মাহিমের পরিবার লাশ হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছে। এখন পরিবার যেভাবে চাইবে আমরা সেভাবে তাদের আইনগত সহায়তা প্রদান করব।