শ্রীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০২৪ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৪, ১১:০২ অপরাহ্ন /
শ্রীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০২৪ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, এপ্রিল,২০২৪

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধঃ

গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার মানবিক সংগঠন আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ রমজান সকাল সাড়ে ১০ টায় সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

শিক্ষক ও সাংবাদিক সোলায়মান মোহাম্মদের উপস্থাপনায় ১ নং মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিল। এ ফাইনাল রাউন্ডের পর্বে তিন জন বিচারকমন্ডলী প্রতিযোগীদের কণ্ঠ, তাজবীদ এবং নানা প্রশ্নের মাধ্যমে নাম্বার দিয়ে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ করেন। ১ম স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে নগদ ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা দেয়া হয়। এছাড়া বিজয়ীদের সনদ, মেডেল এবং ক্রেস্ট দেয়া হয়। অংশগ্রহণকারী বাকী ৭ জনকেও মেডেল এবং সান্তনা পুরস্কার দেয়া হয়েছে। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড.মো:রফিকুল ইসলাম আল মাদানী।

জানা যায়, কোরআন তেলাওয়াতের এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে প্রথমে ৩৯ জন শিক্ষার্থী Voice of Sulayman ফেসবুক পেইজে ভিডিও প্রকাশের মাধ্যমে অংশগ্রহণ করেন। পঞ্চম রমজান থেকে ১৯তম রমজান পর্যন্ত Voice of Sulayman ফেসবুক পেইজে এ প্রতিযোগিতা চলে। পরবর্তীতে ৩ জন বিচারকের দেয়া নাম্বারের ভিত্তিতে ১০ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত ১০ জন সরাসরি সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ফাইনাল রাউন্ডে অংশ নেয়। এ সময় দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত হয়ে প্রতিযোগীদের কোরআন তেলাওয়াতের সুরের মুর্ছনায় হারিয়ে যায়। সম্পূর্ণ প্রতিযোগিতা Voice of Sulayman ফেসবুক পেইজে লাইভ প্রচারিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ জামান বিএসসি,মাওনা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান,মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বজরুল রশীদ স্বপন,সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুল হক ফরাজি, মাওনা ইউনিয়ন আ.লীগের সহঃসভাপতি সামসুল আলম সরকার, সিংগারদিঘী ৭ নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরফুল আলম, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ইমরান, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম,মাওনা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ নাজিম উদ্দীন ভঁইয়া,আশরাফুল ইসলাম খান কাসেম, মাওনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য আইয়ুব আলীসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল জলিল বলেন, কোরআনে কারিম মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। কোরআন তিলাওয়াতে মানুষের আত্মশুদ্ধি ঘটে, কোরআন মানুষকে উচ্চতর মর্যাদায় আসীন করে। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যান বলেন,এটাই প্রথম আয়োজন। আমাদের ইচ্ছে আগামীতে এই প্রতিযোগিতা বড়সর করে উপজেলা কিংবা জেলা ভিত্তিক আয়োজন করবো।