গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৪, ১০:৫৩ অপরাহ্ন /
গোপালগঞ্জ জেলা  আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম  এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, এপ্রিল,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

মাসব্যাপি সিয়াম সাধনা শেষে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশি সকলের মাঝে ভাগ করে নিতে গোপালগঞ্জ বাসি কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অত্যান্ত আনন্দের-খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিব। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতির দেশ গড়ি। আবহমানকাল থেকে এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ইসলামের অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে এ প্রত্যাশা করি। সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগনকে জানাই, ঈদুল ফিতরের শুভেচ্ছা – ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে-
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ ।