পটিয়ার আশিয়ায় অগ্নিদুর্গত পরিবারের  পাশে মাহফিলে শোহাদায়ে কারবালা  পরিচালনা পরিষদ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-০৩, ১০:৫৯ অপরাহ্ন /
পটিয়ার আশিয়ায় অগ্নিদুর্গত পরিবারের   পাশে মাহফিলে শোহাদায়ে কারবালা   পরিচালনা পরিষদ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, এপ্রিল,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

-পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন বাথুয়া গ্রামে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা করেছেন। এতে উপস্থিত ছিলেন ১০ দিন ব্যাপী মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মঈনী, কো-চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেম বয়ানী, আব্দুল করিম, আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব কাজী আব্দুল মুবিন, সাংগঠনিক সচিব নুরুল আমিন টিটু, সহ-সাংগঠনিক সচিব শহিদুল ইসলাম সহ-তথ্য সচিব মহিউদ্দিন ফারুকী প্রমূখ।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
০৩/০৪/২৪