প্রকাশিত,৩১, মার্চ,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতির সময় একটি পিক-আপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ৩০ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
শনিবার (৩০ মার্চ ) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এ তথ্য জানান।এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকর,এসআই তপু চক্রবর্তী। এছাড়াও ত্রিশালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন,১।পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কপালভবেড়া গ্রামের মোঃ হারুন গাজীর ছেলে মোঃ ইকবাল হোসেন গাজী(৩১),২।শরীয়তপুর জেলার পালং থানার আবুড়া গ্রামের মোঃ আলমগীর মাতবরের ছেলে রাজু মারধর (২৭),৩। বরগুনা জেলার বরগুনা থানার হরিদ্রা বাড়ি আর আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম লিমন (২৬)।ব্যারিকেড কালে এছাড়া আরও ৪/৫ জন দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাগেছে , উপজেলার আউলটিয়া গ্রামের চেলেরঘাট ব্রীজের উত্তর পাশে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ গামী লেনে এএসপিটিএস গেইটের সামনে ফাঁকা যায়গায় মহা সড়কের উপর পিকআপ গাড়ীসহ ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহের ভিত্তিতে পুলিশ উপস্থিত হলে দ্রুত পালানোর সময় এস আই আঃ করিম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে দুই পাশে ব্যারিকেড সৃষ্টি করে রাত ২ ঘটিকায় তাদের আটক করা হয়। তারা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি কালো রঙের পিক-আপ, কার্টার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের নামে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :