প্রকাশিত,২৮, মার্চ,২০২৪
কবিতা, “দান ছদকা”
দেলোয়ার হোছাইন
দান ছদকার প্রথম হকদার ,
গরীব আত্মীয় স্বজন প্রতিবেশী ,
গ্ৰহণ করিতে না করিলে আপত্তি।
আল্লাহর রাস্তায় দান ছদকা- অভাব অনটন করে দূর,পাপকে করে বিনাশ,
আয় রোজগার বরকতে সম্পদের হয় বিকাশ।
কঠিন সময়ে বেশি বেশি ছদকা দান, বয়ে আনে কল্যাণ -রোগব্যাধিরও হতে পারে অবসান,
বাণীতে হাদিস ও মহাগ্ৰন্থ আল-কোরআন।
অপরকেও দিয়ে যায় প্রেরণা,
দান করিতে প্রকাশ্য কিংবা গোপনে, কেবল মহান আল্লাহর সন্তূষ্টি অর্জনে ।
আপনার মতামত লিখুন :