প্রকাশিত,২৭, মার্চ,২০২৪
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়ন ও ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন সদর দপ্তরে ১০০ জনকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামানসহ বিজিবির সদস্যরা। অপরদিকে একই সময়, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি কর্তৃক গোবরাতলায় অবস্থিত ব্যাটালিয়ন সদরে ১০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেখানে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ান ৫৯ বিজিবি অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন রহনপুর ব্যাটেলিয়ানের সি ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি জানায়, এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে, তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :