প্রকাশিত,২৪, মার্চ,২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গলাচিপা উপজেলার ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত। এতে আলহাজ্ব এ্যাড. আখতার উজ জামান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: মাসুদ মিয়াকে ৪ ভোটের ব্যবধানে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়।
শুক্রবার (২২মার্চ )সকালে উপজেলা পরিষদ হলরুমে ব্যালোটের মাধ্যমে ভোটারদের ভোটে এ নির্বাচন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরম্নল ইসলাম এর উপস্থিতিতে নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবীর। এর আগে তফসিল অনুযায়ী স্কুল পরিচালনা কমিটির অন্যান্য পদে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য, দাতা সদস্য সহ অন্যান্য পদের সদস্য নির্বাচন হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ভোট শেষে গননা করে সভাপতি হিসেবে আখতার উজ জামান এর নাম ঘোষণা করা হয়। তিনি পান ৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পায় ২ ভোট। সভাপতি নির্বাচিত হয়ে এ্যাড. আখতার উজ জামান বলেন, বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি কাজ করবেন। সবাইকে নিয়ে একসাথে বিদ্যালেয়র উন্নয়নে অবদান রাখতে চান।
আপনার মতামত লিখুন :