আল্লাহর সন্তুষ্টি জন্য রোগীর সেবা করেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন ইসলাম ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২৪, ১২:৪৫ অপরাহ্ন /
আল্লাহর সন্তুষ্টি জন্য রোগীর সেবা করেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন ইসলাম ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, মার্চ,২০২৪

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ।

গোপালগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন ইসলাম বলেন সুস্থতা আল্লাহর বিশেষ নেয়ামত। তবে যারা অসুস্থ হয়, বিশেষ করে আমাদের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী অসুস্থ হলে তাদের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবাশুশ্রুষা করা এবং তার জন্য উপযুক্ত খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া ও তার খোঁজখবর নেওয়া ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেন
হাদিসে এসেছে, হজরত আলী (রা.) বলেন, আমি মহানবীকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন।

যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, পরদিন সকাল পর্যন্ত নেক দোয়া করতে থাকেন। আর তাকে জান্নাতের একটি বাগান দান করা হয়।
রোগীর সেবাযত্ন করাকে আল্লাহ ও তার রাসুল অনেক পছন্দ করতেন। এমনকি অসুস্থ ব্যক্তির সেবাযত্নকে স্বয়ং আল্লাহ তায়ালার সেবাযত্নের সঙ্গে তুলনা করা হয়েছে।

রোগীর সেবাযত্ন করার মাধ্যমে আমরা সহজেই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আমরা যখন কোনো রোগীকে দেখতে যাব তখন তার পুণ্যকর্মগুলো স্মরণ করে কথা বলতে পারি। কেননা হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তুমি কোনো রোগীর কাছে যাবে কিংবা মরণোন্মুখ ব্যক্তির কাছে যাবে, তখন তার সঙ্গে মঙ্গলজনক কথাবার্তা বল। কেননা তুমি যা বল ফেরেশতাগণ তার ওপর আমিন আমিন বলে।

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন অসুস্থদের কষ্ট দূর করে আরোগ্য দান করেন আর আমাদেরকে তার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন এবং সব বালামুসিবত থেকে মুক্ত রাখেন। আমিন।