গাজীপুরের পূবাইলে বিপুল পরিমান চুরিরমালসহ ৩জন গ্রেফতার


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২৩, ১০:৫৬ অপরাহ্ন /
গাজীপুরের পূবাইলে বিপুল পরিমান চুরিরমালসহ ৩জন গ্রেফতার
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, মার্চ,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরীর পূবাইলে বিপুল পরিমান চুরির মালসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাতে পূবাইল থানাধীন মাঝুখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,শিশু ১/মোঃ মারুফ (১৪) সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ইলামপাড়া গ্রামের মোঃ মান্নানের ছেলে বর্তমানে করমতলা এলাকার শাহাদত এর বাড়ীর ভাড়াটিয়া,২/মোঃ মজিবর (৬০),নরসিংদী জেলার নরসিংদী সদর থানার হাজীপুর মোল্লাবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে,৩/ মোসাঃ সেলিনা আক্তার (৩৫), নরসিংদী জেলার নরসিংদী সদর থানার হাজীপুর মোল্লাবাড়ী গ্রামের মজিবরের মেয়ে,বর্তমানে মাজুখান রেলক্রসিং সংলগ্ন এলাকার ভারাটিয়া।

শনিবার দুপুরে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিসার ইনচার্জ বলেন,তাদের কাজ থেকে প্রায় ১ লক্ষ পনের হাজার পাঁচশত টাকার চুরির মালামাল উদ্ধার করা হয়েছে।তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।