প্রকাশিত,২৩, মার্চ,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুর সংবাদ শুনে জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ( এমপি ) তিনি ও তার দুই ছেলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে সাথে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জে সকাল ১১ টা ৩০ মিনিটে হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের লোকজনদের সমবেদনা জানান। সেই সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, জেলা ছাত্রলীগ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গোপালগঞ্জ জেলা উকিলবারের সিনিয়র অ্যাডভোকেট, পাবলিক প্রসিকিউটার, গোপালগঞ্জ শেখ ফজলুল করিম সেলিম “ল” কলেজের অধ্যক্ষ বাবু রঞ্জিত কুমার গামা গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ।
পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে তার অবস্থার অবনতি হলে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ আওয়ামী পরিবার ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :