শিবচরে চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২২, ৫:১০ অপরাহ্ন /
শিবচরে চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২২, মার্চ,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচর থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন জন সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। ঘটনাস্থল থেকেই পুলিশের হাত থেকে একজন চোর চক্রের সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেলের উদ্ধার করা হয়।

শুক্রবার (২২মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

আটককৃতরা হলেন-মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেররকান্দি এলাকার শাজাহান শেখের ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের কেরানীবাট এলাকার আক্তার হোসেন সান্টুর ছেলে মো. মুসা বেপারী (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২১মার্চ বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর থানাধীন মাদবরেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরকান্দি এলাকায় রেলওয়ে ব্রীজের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে তিন জন চোর চক্রের সদস্যকে আটক করলে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের মোড়লকান্দি এলাকার মো. সালাম মীরের ছেলে হাসান মিয়া সুকৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত ছিল বলে জানায় পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, তারা পরস্পর যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্র‍য় বিক্রয় করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পালিয়ে যাওয়া চোর চক্রের আরেক সদস্যকে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।